অনলাইন শিক্ষা মেলায় মিলবে মালয়েশিয়ায় ভর্তির সুযোগ
‘উইনিং ম্যাগনিটিউড চিটাগং’ এর উদ্যোগে ও মেন্টরস চিটাগং এর সহযোগিতায় আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘স্টাডি ইন মালয়েশিয়া: ভার্চুয়াল এক্সপো ২০২০’ শীর্ষক অনলাইন শিক্ষা মেলা। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মেলার আয়োজক উইনিং ম্যাগনিটিউড চিটাগং এর ম্যানেজিং পার্টনার মানজুমা মোর্শেদ বলেন, মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটিগুলো এই মেলায় অংশ নিচ্ছে। এখানে লগ ইন করেই শিক্ষার্থীরা এসব ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তির যাবতীয় তথ্য জানার পাশাপাশি স্পট অ্যাডমিশনের সুযোগ পাবেন।
কর্তৃপক্ষ জানান, মেলায় মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ, আবেদনের পদ্ধতি ও ভিসা প্রসেস সম্পর্কেও আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা। থাকবে অন স্পট অ্যাপ্লিকেশন ও সার্ভিস চার্জে ছাড়ের সুযোগ। আগ্রহীদের মেলা চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও অন্যান্য নথির স্ক্যানড কপি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
মেলায় অংশগ্রহণ করার জন্য এই লিংকে (https://malaysiaeducationexhibition.com/) অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
Source:অনলাইন শিক্ষা মেলায় মিলবে মালয়েশিয়ায় ভর্তির সুযোগ (banglatribune.com)
Next post
MOU between Mentors’ Education & Study Abroad & the Canadian University of Bangladesh
You may also like

মালয়েশিয়া শিক্ষা মেলা শুরু
আজ থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী মালশিয়ান শিক্ষা মেলা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ থেকে শুরু হচ্ছে ২ দিনব্যাপী মালশিয়ান শিক্ষা মেলা। এতে মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। শুক্র ও শনিবার (২৭-২৮ …
ঢাকায় ‘মালয়েশিয়া শিক্ষা মেলা’ ২৭ ও ২৮ জুলাই
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মালয়েশিয়া শিক্ষা মেলা’। আগামী ২৭ ও ২৮ জুলাই ঢাকায় হোটেল আমারি এবং আগামী ৩০ জুলাই চট্টগ্রামের রেডিসন ব্লুতে মেলা হবে। মালয়েশিয়া …