নটরডেম কলেজে মেন্টরস আয়োজিত আইইএলটিএস প্রিপারেশন ক্লাস
নটরডেম কলেজ ইন্টারন্যাশানাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশনশিপ ক্লাবের তত্ত্বাবধায়নে মেন্টরস এডুকেশন এবং স্টাডি এব্রোড এর আয়োজনে বুধবার (১৭ই আগস্ট) অনুষ্ঠিত হয়ে গেলো আইইএলটিএস প্রিপারেশন ক্লাস সেমিনার।
এই সেমিনারে উক্ত কলেজের ৩৫০ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসাবে ছিলেন ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। এ ছাড়াও মেন্টরস এডুকেশনের পক্ষ থেকে ছিলেন মেন্টরস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ খাইরুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা অনিন্দ্যচৌধুরী, আইইএলটিএস প্রোগ্রামের প্রধান আসির ইন্তেসার সামি, মেন্টরস স্টাডি এব্রোড-এর পক্ষ থেকে উপ মহাকর্মাধ্যক্ষ আলমাস খন্দকার এবং সহকারী ব্যবস্থাপক মেহবুবা সুলতানা শোভা।
নটরডেম কলেজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (ইংরেজি) রিতা জোসফাইন রোজারিও।
এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে আইইএলটিএস ও বিদেশে পড়াশুনা সম্পর্কে যাবতীয় তথ্য প্রেজেন্টেশন ও প্রশ্ন-উত্তরের মাধ্যমে আলোচনা করা হয়। পরবর্তীতে আলোচনার উপর ভিত্তি করে একটি নৈর্ব্যক্তিক পরীক্ষাও নেওয়া হয়। সেমিনারটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন নটরডেম কলেজ ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশনশিপ ক্লাব।
NEWS LINK- https://shomoyeralo.com/details.php?id=191450