
মেন্টরস এর আয়োজনে আই এল টি এস প্রিপারেশন ক্লাস!
মেন্টরস এডুকেশন এবং স্টাডি এব্রোড এর আয়োজনে এবং নটরডেম কলেজ ইন্টারন্যাশানাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশনশিপ ক্লাবের তত্ত্বাবধায়নে ১৭ আগস্ট অনুষ্ঠিত হলো আইইএলটিএস প্রিপারেশন ক্লাস সেমিনার।
এই সেমিনারটিতে কলেজের ৩৫০ জন কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসাবে ছিলেন ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। মেন্টরস এডুকেশন এর পক্ষ থেকে ছিলেন মেন্টরস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ খাইরুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা অনিন্দ্যচৌধুরী, আই ই এল টি এস প্রোগ্রামের প্রধান আসির ইন্তেসার সামি, মেন্টরস স্টাডি এব্রোড এর পক্ষ থেকে উপ মহা-কর্মাধ্যক্ষ আলমাস খন্দকার এবং সহকারী ব্যবস্থাপক মেহবুবা সুলতানা শোভা।
নটরডেম কলেজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (ইংরেজি) রিতা জোসফাইন রোজারিও।
এ আয়োজনে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে আইইএলটিএস ও বিদেশে পড়াশুনা সম্পর্কে যাবতীয় তথ্য প্রেজেনটেশন ও প্রশ্ন -উত্তরের মাধ্যমে আলোচনা করা হয়। পরে আলোচনার ওপর ভিত্তি করে একটি নৈর্ব্যক্তিক পরীক্ষারও নেওয়া হয়।
LINK- https://sarabangla.net/post/sb-701303/?fbclid=IwAR2YkGQoH-6j6q9SDOUF0V8raEVDVOWvLRS3KMwWXSd4iChGXJKl8nkcTBI