বিদেশে পড়াশোনার খোঁজ পাওয়া যাবে স্টাডি গ্রুপ উইকে [ajkerpatrika.com]
মেন্টরস স্টাডি এব্রোড এর আয়োজনে আগামীকাল বুধবার (১৬ নভেম্বর) থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডিগ্রুপ উইক।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
আয়োজনটি ১৬-১৯ নভেম্বর যথাক্রমে মেন্টরস মৌচাক ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চ ও কলাবাগান ব্রাঞ্চে দুপুর ৩টা থেকে এবং ২০ নভেম্বর সকাল ১১টায় মিরপুর এবং দুপুর ৩টা ৩০ মিনিটে মেন্টর্স উত্তরা ক্যাম্পাস টু–এ অনুষ্ঠিত হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
NEWS LINK- https://www./244867/বিদেশে-পড়াশোনার-খোঁজ-পাওয়া-যাবে-স্টাডি-গ্রুপ-উইকে